Durnitibarta.com
ঢাকারবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

এনসিপি ও গণঅধিকার পরিষদের নতুন রাজনৈতিক উদ্যোগ

প্রতিবেদক
Dhaka Office
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৩:১০ পূর্বাহ্ণ
Link Copied!

চলতি বছরের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশের পর মাত্র সাত মাসের মাথায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শীর্ষ নেতৃত্বে ঐক্যের প্রচেষ্টা শুরু হয়েছে। এ লক্ষ্যে এনসিপি ও গণঅধিকার পরিষদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা চলছে।

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান জানান, নতুন রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে এই আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। তিনি বলেন, তরুণদের নেতৃত্বেই দেশের রাজনীতিতে নতুন আস্থার প্ল্যাটফর্ম তৈরি সম্ভব।

এনসিপি নেতা সারজিস আলম জানান, নেতৃত্ব কাঠামোতে সমন্বয় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ সবাই গুরুত্বপূর্ণ পদে থাকতে চান। তবে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আশা প্রকাশ করেছেন, গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণরা একসাথে কাজ করবেন।

দলীয় সূত্র বলছে, জুলাইয়ের গণঅভ্যুত্থান ও পূর্ববর্তী আন্দোলনের অভিজ্ঞতা থেকে তরুণদের ঐক্যবদ্ধ করাই এ আলোচনার মূল লক্ষ্য।