Durnitibarta.com
ঢাকারবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মাদক নির্মূল নয়, নিয়ন্ত্রণ সম্ভব: ডিএমপি কর্মকর্তা ইবনে মিজান

প্রতিবেদক
Dhaka Office
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীতে মাদক ব্যবসা পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, তবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আগের রাতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে চালানো বিশেষ অভিযানের বিষয়ে এ ব্রিফিং আয়োজন করা হয়।

ডিসি ইবনে মিজান বলেন, “মাদক আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তবে একেবারে নির্মূল করা সম্ভব নয়। বিভিন্ন অভিযানের মাধ্যমে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিয়ন্ত্রণে রাখি। এটিকে নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। আশা করি, আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারব।”

মোহাম্মদপুর এলাকায় অপরাধ বাড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, “৫ আগস্টের পর মোহাম্মদপুরে অপরাধের চরম বিস্ফোরণ ঘটে। যেসব অপরাধী বাইরে ছিল তারাও এলাকায় ফিরে আসে। এ সময়ে অনেক অপরাধ সংগঠিত হয়। তবে গত ৬-৭ মাসে আমরা প্রায় ৩ হাজার অপরাধীকে আইনের আওতায় এনেছি। প্রতিদিনই অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হচ্ছে। এর ফলে অপরাধের হার কমেছে।”

রাজধানীর মোহাম্মদপুরের কুখ্যাত জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, বিক্রেতা, অস্ত্র সরবরাহকারী ও ককটেল সংরক্ষণকারীর মধ্যে ৪০ জনকে আটক করেছে ডিএমপি।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রোববার (২১ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত প্রায় ১২০ জন পুলিশ সদস্য এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে আটটি ককটেল, দুটি পেট্রোল বোমা, ছয়টি সামুরাই, পাঁচটি হেলমেট, তিনটি ছুরি, ১১টি চোরাই মোবাইল ফোন এবং ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

ডিসি ইবনে মিজান বলেন, “জেনেভা ক্যাম্প দীর্ঘদিন ধরে মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। আমরা নিয়মিতভাবে এখানে অভিযান পরিচালনা করি। শনিবারের অভিযানে আটককৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল, পিচ্চি রাজা ও চুয়া সেলিমের সহযোগীরাও রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে আরও অনেক অপরাধীর নাম উঠে এসেছে। শিগগিরই তাদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে।”

তিনি আরও বলেন, “জেনেভা ক্যাম্পে বারবার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। ভবিষ্যতে যেন এ ধরনের পরিস্থিতি আর না হয় সে জন্য ডিএমপি সর্বদা সতর্ক থাকবে।”